বন্ধু রে তোর আদরমাখা হাতটি যখন
আমার মাথায় বিলি কাটে
হাজার দুঃখ কষ্ট যে মোর পালিয়ে যায়
এক নিমিষে ভয়ের চোটে।
বন্ধু রে তোর মুখের কথায় জুড়িয়ে যায়
আগুন জ্বালা তপ্ত পরাণ
মেঘে ঢাকা আকাশ আমার হঠাৎ করেই
আলো ভরা সুখের সোপান।
তপ্ত দুপুর মনটা যখন উদাস থাকে
ঘূর্ণি বাতাস উঠান পরে;
হঠাৎ তখন বাদল ধারা নামে যেন
তোর গানেরই সুরটি ধরে।
রোজ প্রভাতে তোরই কণ্ঠে কান পেতে রই
সোহাগঝরা কথার লোভে
তোর কাছেতে শান্তি খুঁজি স্বস্তি মিলাই
রাগে দুঃখে কিংবা ক্ষোভে।
রাত গভীরে নিদ্রাবিহীন চোখের জ্বালা
স্মৃতির হানা হৃদয়পুরে
তোর জাদুতে ঘুম ঢলঢল আঁখির পাতা
শীতল বায়ু অঙ্গ জুড়ে।
১২/৯/২৪ খ্রি. মো.পুর, ঢাকা।