তুমি বঁধু আমার শুধু
থাকো আমার প্রাণেতে।
তুমি বিনা আমার জীবন
যাবে ভেসে জলেতে।

কী চোখেতে তোমায় দেখি
পেরেছি কি বোঝাতে?
শব্দবিহীন যে ভাষা মোর
পেরেছো কি শুনিতে?

যে হাসিরও মধু - মায়া
ফুটেছে ঐ আঁখিতে
সে হাসির-ই গহন স্রোতে
চাই গো আমি হারাতে।


১৪/১২/২৩ ইং, মোহাম্মদপুর, ঢাকা।