প্রদীপ্ত প্রেমশিখা নির্মলচিত্তধারী
লও হৃদয়প্রসারি
অসীম শ্রদ্ধানত প্রেমপূর্ণ আবেগ।।
অন্তর অম্বরে বিষাদের বান্
করে অধিষ্ঠান
অবাধে বাড়ে ক্ষরিত রুধি বেগ।।
স্মৃতিপটে জাগে হরষিত ক্ষণ
প্রাণে বাঁধা প্রাণ
সেসব নয়তো কভু পুরাতন।।
অনন্ত অসীমে রবে সমুজ্জ্বল
আলোক উজল
সে সুখ লগন সতত অম্লান।।
নিয়ত ভাস্বর জ্ঞানের ভান্ডার
পূণ্যকর্মকার
আপন স্বরূপে শুদ্ধ শতদল।।
ন্যায় নীতি সত্যে থাকো অবিচল
দৃঢ় চিত্ত বল
নমস্য হে, তব চরণ কমল।।