তোমাকে ছেড়ে এ একাকী জীবন
কত যে কঠিন তুমি কি জানো?
কত আঁখি নীর ঝরে নিশিদিন
তুমি কি গো তার খবর জানো?
আশায় আশায় আমি বসে রই
মনব্যাথা মোর মনে থাকে সই
বলিতে যে চাই ভাষা নাহি পাই
কারে বা জানাই মনোবেদনো।।
তোমার আমার এ ভালবাসায়
শুধু কি গো আমি কেঁদে যাব হায়
প্রাণ ডুবে রয় গভীর তৃষায়
পথ-চেয়ে রয় দুই নয়নো।।
৩১/১২/২৩ ইং, মোহাম্মদপুর, ঢাকা।