আমার বীণা কী সুরে আজ ওঠে বাজি
আমার যতো সুরের ধারা
একই সুরে আজি তারা
মিলেমিশে হয় একাকার
নিত্য দুখের বাজায় বাঁশি।
কান্নাঝরা বীণার তানে
কারে যেন টেনে আনে
আঁখির তারায় সেই ছবিটি
করুণ রূপে ওঠে ভাসি।
বানীবিহীন সুরের ঝংকার
কাঁদে, কাঁদায় ভীষণ আকার
বুকফাঁটা তার আর্তচিৎকার
বাড়ায় প্রাণে বেদনরাশি।
২০/৯/২৪ খ্রি. মো.পুর, ঢাকা।