আমায় যে জন দুঃখ দিয়ে সুখ পেয়েছে মনে
অ'সুখ যেন না আসে তার মনেরই অঙ্গনে
হাসি যেন থাকে তারই চোখে মুখে লেগে
সুরে ছন্দে হৃদয় তারই ওঠে যেন জেগে
অনুতাপের অগ্নিশিখা না পোড়াক তার অন্তর
দুঃখগুলো আমারই হোক- কামনা নিরন্তর
হাতের কাঁকন পায়ের নূপুর উঠুক বেজে সুখে
শাড়ির ভাঁজে জাগুক আশা- কষ্ট দেবে রুখে
ঘুমের রাজ্যে প্রশান্তি হোক তারই নয়নপাতে
তার দুয়ারে রবি হাসুক রাত্রি শেষের প্রাতে
তারায় তারায় ভরে থাক্ তার রাতের আকাশ পাড়ে
চাঁদের আলো ফোটাক হাসি তারই আঁখি জুড়ে
বৃষ্টি দিনে সুখের ধারা নামুক উঠোন 'পরে
আনন্দে তার বান ডেকে যাক সারা অঙ্গ জুড়ে
আমার গগন কাঁদুক শুধু নীরব ব্যাথা সয়ে
একদিন জানি ধরবো পাড়ি বিষাদ যাবে ক্ষয়ে।

১৪/৬/২৪ খ্রি. মো.পুর,ঢাকা।