বাঁধিলে মোরে তব অলকবন্ধনে-
আঁখি ফিরাতে নারি উজল রূপ হেরি
সজলিয়া নয়নে।।
নিভৃতে একাকী থাকো সংগোপনে-
না জানি কী গো মায়া বিরহিণী বিজয়া
ললাট চন্দনে।।
যদি অশ্রু ভাসে ও কাজল নয়নে
সে নির্ঝরধারা ঝরে নিমেষহারা
নিবিড় নির্জনে।।
অনন্ত অসীমে রহিবে চিত্রণে
যে আঁচড় পড়েছে মনের ক্যানভাসে
চরণ বর্ণনে।।
প্রশান্তি আসুক অশ্রু সিঞ্চনে-
আপনারে হারাবো সরলা স্বভাবী তব
কনক কঙ্কণে।।
শশী-তারকারাজি বিরাজিত গগনে
তোমা বিনা কিরূপে ডুবি বল অরূপে
সুখের সন্ধানে।।