আমি পাখির ডানায় স্বপ্ন বুনি তেপান্তরের মাঠে
প্রজাপতির পাখায় পাখায় রং ছড়াই রামধনুকের রঙে।

আমি আনন্দ বিলিয়ে দেব সব মানুষের মাঝে
দুঃখটাকে আপন করে রাখব আমার পরাণ মাঝে
আনব আবার নতুন প্রভাত আঁধার কেটে এই দু'হাতে।।

সবার স্বপন আমার চোখে আমি নেব রে ভাই মেখে
সবার স্বপন পূরণ হবে হাসবো রে ভাই তারই সুখে
চন্দ্রালোকের আলোয় ভরবো যেথায় স্বপ্ন রবে ঘেঁটে।।