ছোট ছোট কচি-কাঁচা
মিষ্টি মুখের ভিড়ে
সারাদিবস কাটে আমার
বকবক আর হুল্লোড়ে।
আছে কিছু অভিমানী
আছে নালিশ জোরদার
কত কি যে ধরে বায়না
আছে কত আবদার।
কত কি যে শুনি আমি
কত তাদের বাসনা!
চোখে তাদের দিবা-রাতি
ঝরে স্বপ্নের ঝরনা!
কত আছে হায় অভিযোগ
আসামীর দল ভারী
বাবা করে হাঁকাহাঁকি
মা যে কঠোর ভারী।
আঁখিজলে ভাসে কেহ
বন্ধু কেউ হয় নাকো
তুলনাতে খাটো ক'রে
বাঁধে ব্যথার সাঁকো।
আছে কেহ চিরসুখী
দুঃখ কি? জানে না
হাসি গানে মেতে থাকে
বেদনায় বাঁধে না।
ভালবেসে বন্ধুজনে
বুকে ধরে জড়িয়ে
কষ্টগুলো দূরে সরায়
সে, ফুঁ দিয়ে উড়িয়ে।
কেহ আছে রঙ্গিনমুখো
দুঃখ ঢাকে হাসিতে
নিজের ব্যথা মনে লুকায়
চায় না কাউকে বলিতে।
আছে কতই হাসি-কান্না
কত আছে পাঠ্য
কত কিছু শিখি, শেখাই-
'শিক্ষক হয়েও ছাত্র'।