যে মুরতি সোনায় গড়া, (তারে)
সোনার মালায় মানায় না গো।
তার কালো কেশে বাঁধা পড়ুক
শিউলি ফুলের মালা
তার হাতের কাঁকন ফেলে, দিও
জুঁই ফুলের বালা
সে আপন শোভায় জগত ভোলায়
কনক-শোভায় ভোলায় না গো।।
যার গোলাপ রাঙা ঠোঁটের বরণ
আলতা রাঙা চরণ
যে হাসলে, হাসে পুবের তপন
আলোয় ভরে গগন
সে রূপের মায়ায় ভুবন ভোলায়
অলীক-মায়ায় ভোলায় না গো।।