রাতের শেষ প্রহরে একা জেগে আমি
অঝরে ঝরে বৃষ্টি, খোলা বাতায়ন।
অদূরে চোখ মেলি ঘন কালো আঁধার
চপলা নিমেষ উজল করে ভুবন।
দমকা হাওয়া জানালার পাল্লায়
থেকে থেকে বিকট শব্দ তোলে কানে।
বারি ধারায় সিক্ত গাছের শাখারা
অধোমুখে কম্পিত প্রবল বর্ষণে।
উদ্ভাসিত সৌদামিনী; ক্ষণ পরে,
ভীষণ ধ্বনি গর্জে ওঠে অম্বরে।
একলা আমি সাথীহারা সাক্ষী হেথা
জেগে ক্লান্ত চোখে বিভাবরী ভ'রে।
কাল ক্ষয়ে দিনের প্রথম প্রহর
অরুণ রেখা অপ্রকাশিত দিগন্তে।
তবুও আভাসে আলোর প্রকাশ হেরি
ক্ষীয়মান বর্ষা রজনীর অন্তে।
শৈত্যবোধে আমার তনু কণ্টকায়
দু-আঁখির পাতা শেষে ভারী হয়ে আসে
কাল ফুরালো বুঝি হিম সম্ভাষণে
মোরগ ডাকা প্রাতে ডুবি ঘুমের দেশে।