আজ শরতের ঘাসে ঘাসে
বিন্দু বিন্দু শিশির হাসে,
নীল আকাশের গায়ে গায়ে
সাদা মেঘের ভেলা ভাসে।
সাদার মেলা নদীর পাড়ে
শুভ্র কাশের বনে বনে,
বালক বৃদ্ধ জুটছে এসে
সাদার মেলায় ক্ষণে ক্ষণে।
হঠাৎ হঠাৎ চলন বৃষ্টি
চলছে মাথার ওপর দিয়ে
মাঝে আসে দমকা হাওয়া
শীতের আমেজ সাথে নিয়ে।
ঝরছে বারি বইছে বায়ু
সূর্য খানিক উঁকি মারে;
কাঁদতে কাঁদতে শিশুর মুখে
হাসি ফোঁটে যেমন করে।
আহা মধুর কী যে মধুর
এই পরিবেশ চারিধারে!
অভাগা সে-ই, আঁখি মেলে
এই সকলি দেখতে নারে।

১১/১০/২৪ খ্রি, মো.পুর, ঢাকা।