সেদিনও ছিল এমনও চাঁদ সন্ধ্যা আকাশে
সেদিনও ছিল ফুলের সুবাস দখিন বাতাসে।
চাঁদের আলোক সেদিন আমার মনের গহীনে
এনেছিল সুখ, জেগেছিল প্রাণ প্রেমের চয়নে
আজও আলোক ঝরিছে আমার শয়ান সিথানে
শুধু তুমি নেই ভালবাসা নেই মরেছি হুতাশে।
নিশীথ প্রেমালো দিয়েছিল প্রেম খুশির ঝলকে
আমার দুনিয়া ভুলেছিল ব্যথা আঁখির পলকে
জ্বলেছিল দুখ এসেছিল সুখ প্রেমের তিলকে
আজ তুমি নেই প্রেম হারাবেই বুঝেছি নিকাশে।
একই আলোক বিষম বিরহ হানিছে পরাণে
নয়ন সমুখে নেই তুমি তবু হেরি যে নয়নে
যত দূরে যাই তত ডুবে থাকি তোমারো স্মরণে
হাতড়ে বেড়াই তোমারে না পাই কাঁদি অবশেষে।
১৮/৯/২০২৪ খ্রি. মো.পুর, ঢাকা।