লক্ষ কথার বাণী আহত পাখির মত
লুটিয়ে পড়েছে রোজ।
কত ফুল ঝরে যায় কত তারা নিভে যায়
কে তার রেখেছে খোঁজ!
জগতে যে যার মত আপনার কাজে রত
ভাবে না অপরে লয়ে
কেউ কেউ আছে তবু সুখ খোঁজে পরসুখে
কাঁদে পরব্যাথা সয়ে।
তোমাতে হয়েছি হারা তুমি মোর ব্যাথাহরা
আঁধার রাতের ভাতি
তোমার সুখেই ওগো আমি সুখ খুঁজে পাই
তোমারে মেনেছি সাথী।
২৮/৫/২৪ইং, মো.পুর, ঢাকা।