তুমি ভেবেছিলে কষ্ট দিয়ে পালিয়ে যাবে গোপনে-
বেদনা আমাকে ছুঁয়েছে ঠিক আমিও তাকে ছুঁয়েছি
যেমন পাহাড় চূড়ায় কুয়াশার মত মেঘেরা
শীতল হাতের পরশে চোখের পাতা ভিজিয়ে দেয়
তেমন করে ছুঁয়েছি শিথিল হৃদয়ের শীতলতায়।
পাহাড়ের কান্না যেমন অবিরাম ঝরে পড়ে সমতলে
স্ফটিক জলের ধারা ভাসিয়ে নেয় পাথরকুচি
কলকল ধ্বনিতে বয়ে চলে পাষাণের বুক চিরে
তেমনই ব্যাথার প্রবাহ চলেছে আমার বক্ষ খুঁড়ে
সুখের স্মৃতিরা টুকরো টুকরো তীক্ষ্ণ ফলার মত
রক্তাক্ত করে ভেসে যায় শিরায় শিরায়-
মগজের ঠিকানা ছেড়ে।
পুকুরের শান্ত নিবিড় কালো জলে হঠাৎ
দমকা হাওয়া যেমন তরঙ্গ তুলে দেয়
মুহূর্তে অশান্ত হয়ে পড়ে জলের সমস্ত অস্তিত্ব-
তেমনই দীর্ঘশ্বাসের উষ্ণ বায়ু উত্তাপ ছড়ায়-
ক্ষণে ক্ষণে, আমার সবটুকু চিন্তা জগত জুড়ে ;
পাগল সমীরণের মত উড়িয়ে নেয় গত হওয়া
পোড়া সময়ের ভস্ম আর আমি আশ্চর্য জাদুকরী
যেন তাকে ছুঁয়ে করি দান, 'সাদা মেঘের স্বাধীনতা'।