আমার ভালবাসার রংমহলে আমি একা জাগি রাতি
তুমি আসবে বলে কথা দিয়েছিলে, আসোনি তো সাথী।
আমি ফুলের বাসর করেছিলাম তোমার লাগি
তুমি আসবে ভালবাসবে তাই আশায় বুক বাঁধি
তুমি আসোনি ভালবাসোনি,
রাতের আঁধার হলো সমব্যাথী।।
আপন ভেবে তোমায় আমি অন্তরে ঠাঁই দিলাম
অবুঝ হৃদয় বুঝলো না গো কী ব্যাথায় জড়ালাম
তোমার চোখে আমার ছবি হয়নি কভু দেখা
আলেয়াকে আলো ভেবে মরছি ধুকে একা
আমি ছুটি মিছে ছায়ার পিছে
ক্রমে নিভে আসে জীবনভাতি।।