আলতা রাঙা পায়ের ছোঁয়ায়
রক্ত কমল ফোটে
তোমার ঠোঁটের রং নিয়ে গো
ভোরের সূর্য ওঠে।
হাসলে তুমি হাসে রবি,
অধর বাঁকা চাঁদ
তোমার আঁখির গহীন বনে
আমার মরণ ফাঁদ
মরতে রাজি মোহন প্রেমের
আশ যদি বা মেটে
আমার সকল ভাবনা গুলো
রূপের বনে ছোটে।
রক্ত কমল ফোটে...
সারা দেহে ছড়িয়ে আছে
যৌবনেরই ছাপ
হৃদয় ভরা আছে তোমার
প্রেমেরই উত্তাপ
উষ্ণ প্রেমের আলতো পরশ
যদি গো মোর জোটে
সেই আশাতে পাগল মনে
প্রণয় পদ্ম ফোটে।
রক্ত কমল ফোটে...
২২/১০/২৪খ্রি. মো.পুর, ঢাকা