প্রিয়, একটি অনুরোধ করব যদি রাখো-
আমাকে যদি অবহেলা দাও তবে এতটা দাও
যাতে কারো ভালবাসা পাওয়ার সাধ
আমার মনে কখনো না জাগে।
যদি উপেক্ষা করো তবে এতটাই করো
যাতে কারো স্বপ্নে ঠাঁই পাওয়ার বাসনা
ভুল করেও এ মনে না জাগে।
বারবার আমি আঘাত চাই না,
প্রতিদিন একটু একটু করে মরতে চাই না;
এতোটা আঘাত করো যেন এ হৃদয় পাষাণ হয়
এমনভাবে মারো যেন বাঁচা-মরার অনুভূতিটুকু
এই জীবনের খাতা থেকে মুছে যায়।
প্রিয়, এই আমার অনুরোধ, রাখবে কি?
৮/১/২৪ ইং, রাত ১২.২৫
মোহাম্মদপুর, ঢাকা।