আমার প্রভাত রাঙিয়ে দাও
তোমার হাসির রঙে
আমার পরাণ ভরিয়ে দাও
আদরমাখা ঢঙে।
তোমার সোহাগ তোমার আদর
তোমার পরশ লেগে
উঠবো আমি নয়ন মেলে
ঘুম হতে আজ জেগে।
ললাট 'পরে দাও গো এঁকে
ওষ্ঠ-অধর ছবি
একটু ছোঁয়া পেলে তোমার
উঠবে জেগে কবি।
তোমার কথার মিষ্টি সুরে
যদি ডাকো মোরে
দেখবে রবির আলোর নাচন
আমার নয়ন 'পরে।
যতো কথা বলি আমি
যতো করি বায়না
তোমায় ছাড়া আমার এ মোন
আর কিছু তো চায় না।
তুমি আছো, তুমি থাকো
হাত দুটি মোর ধরে
তোমার তরে বাঁচার আশা,
স্বপন নয়ন জুড়ে।
১৪/১/২৪ ইং, মোহাম্মদপুর, ঢাকা।