মিষ্টি মেয়ে হাসছে দেখো
ভুবন ভোলা হাসি
খুশি তাহার আকাশ ছোঁয়া
সুখ যে রাশি রাশি

আজকে যে তার পুতুল মেয়ের
গাঁয়ে হলুদ হলো
কাল পুতুলের বিয়ে হবে
ছেলে খুবই ভালো

যদিও ছেলের গায়ের রংটি
বেজায়রকম কালো
তাতে আর কি এলো গেলো
মনটা ছেলের ভালো।

রান্নাবাটি চলছে ভারী
দশ রকমের পদ
নিজের হাতেই করছে সবই
হচ্ছে ভীষণ স্বাদ।

এতো করেও মন ভরে না
কোথায় যেন কম
লোকের কথা মন্দ ভীষণ
সইবে না একদম।

খাটলে শুধু হবে নাকি
মেয়ের বিয়ে তার
একটুখানি না সাজলে যে
মান থাকে না আর।

সাজতে হবে মনের মতন
বিয়ের কনে যেমন
পুতুলের নয়, বাজছে যেন
তারই বিয়ের বাদন।

১২/৩/২৪ইং, মো.পুর, ঢাকা।