মোহন স্বরে কে যেন মোরে
গৃহের দ্বারে ডাকে এ প্রাতে।
কোমল করে প্রেমের ডোরে
বাঁধিল মোরে বিনি সুতাতে।।
মধু এ স্বর হৃদ পিঞ্জরে
বিঁধিল এসে কেমন করে
মধু বচন করে শ্রবণ
ভরে এ মন প্রেম সুধাতে।।
আজ প্রভাতে মম জীবন
ভরালে সুখে ওগো সুজন
মিলন আশে নয়ন ভাসে
প্রেমের বাসে পরাণ মাতে।।