প্রেম বাজারে প্রেম কিনিতে এসেছি আমি
কি দিয়ে প্রেম করি ক্ষরিত বল হে স্বামী।।
শূন্য মোর হৃদজমিন হে দরদীয়া
প্রেমের বীজ বুনিতে বাঁধি আশায় হিয়া,
নিত্য প্রেমে বক্ষ বেঁধে হব মরমী।।
চাই সে প্রেম যে প্রেমে হায় মুক্তি মেলে
প্রেম দিয়ে গো প্রেম নেব যে পরাণ খুলে,
প্রেমের বানে সিক্ত হবে রিক্ত প্রেমী।।