পথশিশু কেন ওরা
পথে কেন বাস?
আদরস্নেহ পায় না কেন
ওরা বারো মাস?
ভাগ্য যেন ভেংচি কেটে
কালো দাঁতে হাসে,
নেই কি কেউ এ দেশেতে
ওদের ভালবাসে?
খাবার কেন পায় না খেতে
দু'বেলা পেট ভরে?
ধূলায় কেন থাকে ওরা
এতো অনাদরে?
আর শিশুরা পাঠশালা যায়
ওরা কেন খাটে?
সকাল বিকাল বস্তা কাঁধে
ছোটে ধূলার মাঠে।
এতো খেটে তবুও ওদের
পেটটা থাকে ভুখে,
মাঝে মাঝে পিঠ বেঁকে যায়
কারো হাতের সুখে।
বাস্তবতার কষাঘাতে
কঠিন ওদের প্রাণ-
অল্প ঝড়ে যায় না ভেঙে
গায় না ব্যাথার গান।
ওদের মুখে নোংরা কথা
ছি ছি করো তাই-
নোংরা যখন জীবন জুড়ে
মুখের কি দোষ ভাই!
পাকের মাঝে পদ্ম ফোটে
শোনোনি কি তাও!
হাতটি ধরে তোলো যদি
সোনার মানুষ চাও।
##কবি দীপঙ্কর বেরা'র "পথের শিশু " কবিতা থেকে অনুপ্রাণিত।