গুণ নিয়ে কেউ জন্মায় না
জন্মে গুণী হয়।
মহৎ হয়ে কেউ জন্মায় না
জন্মে মহৎ হয়।
ধন থাকলেই ধনী হয় না
যদি লোকে তারে ছোটলোক কয়।
তাই ধন নিয়ে কেউ জন্মায় না
জন্মে ধনী হয়।
ক্ষমতা নিয়ে কেউ জন্মায় না
জন্মে ক্ষমতা ধরে।
তেমনি জন্মে কেউ মানুষ না
মান-হুশ থাকলে মানুষ কয় তারে।