আমায় দগ্ধ করে শুদ্ধ করো
অনল তাপে ভগবান।।
তুমি পোড়াও মোরে ধূপের মতন
দেয় যেন ঘ্রাণ আমার এ প্রাণ।।
পাপী আমি দুরাচারী তবু সবই দাও
ভালবেসে তুমি মোরে কাছে টেনে নাও
বুঝিনা গো কেন এত প্রেমেতে জড়াও
পাপে ঘেরা মোর এই দেহখান।।
তোমা হতে বিমুখ হয়ে চলি ধরাতে
তুমি আমার কত আপন পারিনি বুঝতে
তুমি আছো ঝড় তুফানে আঁধারও রাতে
হাত ধরেছো, এলে কঠিন নিদান।।
ক্ষমো ক্ষমো ক্ষমো প্রভু ক্ষমো অপরাধ
দূর করো এ মনের যত কলুষ-বিবাদ
সূচি করো অগ্নিদাহে ওগো প্রাণনাথ
আমি পাতক, প্রভু তুমি মহান।।