আকাশ সমান সন্দেহ চোখে তোমারে খুঁজতে যাই
এক সমুদ্র কালি লয়ে মনে তোমারে পাইতে চাই।
আমার এ মনে তিল পরিমাণ বিশ্বাস জমা নাই
রঙিন চশমা পরিহিত চোখে শুভ্রতা খুঁজে যাই।
নিতিদিন তুমি চিত্তের মাঝে দিয়ে যাও বিধি নাড়া
নির্বোধ আমি বুঝতে না পারি তাই দিই না গো সাড়া।
প্রতি ভোরে প্রভু করুণা তোমার নিত্য নতুন তবু,
বুঝেও বুঝিনা দেখেও দেখিনা স্বীকার করি না কভু।
পাপাচারী আমি পাপ করি জমা জীবনের খাতা ভরে
ক্ষমা দিয়ে মোরে কাছে টানো তুমি তবু থাকি দূরে দূরে।
আর নয় প্রভু কোমল পরশ, ভীষণ বজ্র হানো
অবাধ্য মনে পীড়া দিয়ে তবে চরণে ভক্তি আনো।