দ্বার খোলো দ্বার খোলো
এলোরে প্রভাত নব সঙ্গে নতুন আলো
কুসুম হলুদ সোনা রেখা হৃদি মাঝে তোলো
দ্বার খোলো দ্বার খোলো।
কোমল কিরণ ধারা -
ঝরুক কোমল প্রাণে স্নিগ্ধ মুখের প'রে
চিত্তে তুলুক সাড়া সে ঝলমলিয়ে ঝরে
কোমল কিরণ ধারা।
স্বর্ণালি সুধা কর-
এলোরে উর্ধ্ব হতে পর্নো কুটিরে ধেয়ে
ধারাপাতে দেবে ধুয়ে প্রভাত গীতিকা গেয়ে
স্বর্ণালি সুধা কর।
প্রাণ খুলে আজ হাসো
মনের হিংসা-দ্বেষ কালিমা সকল নাশো
দুঃখ-বেদন ভুলে আলোরূপ ভালোবাসো
প্রাণ খুলে আজ হাসো।
দ্বার খোলো দ্বার খোলো
আলোর পরশ পেতে মনের কপাট খোলো
প্রেমাংশু প্রেমে মেতে আলোক দোলায় দোলো
দ্বার খোলো দ্বার খোলো।