সুন্দর এ পৃথিবী আরো সুন্দর কর
নমি হে প্রভু নমি তব।।
ফুল ও ফলে ঝর্ণা জলে
আধার আলোতে পূর্ণ ধরণী।
মানব দৃষ্টি আরও তব সৃষ্টি
থাকুক সদাই হে চিরন্তনী
চরণ কমলে তব।।
নমি হে প্রভু নমি তব।।
জীব মাঝে সকল কাজে
মানব সৃজিলে শ্রেষ্ঠ করি।
মানব প্রাণে জাগুক গানে
তুমি নিত্য মম চিত্ত রাখো ধরি।
হোক মস্তক নত চরণে তব।
নমি হে প্রভু নমি তব।।
রচনাকাল:
১৬/০১/২০১০
চকসিং, গোপালগঞ্জ।