আধেক রাতের গগন
শশী ও তারকা বিহীন
আলোকপূর্ণ তবুও...
মেঘে আনাগোনা যদিও।
এমনি নিশীথে সখা হে
তোমারে পেয়েছি কাছেতে
ছাড়িব না আর জানিও...
তুমি আমার তা মানিও।
তোমার রূপের আলোয়
তোমারেই দেখি যে হায়
আমার নয়ন প্রদীপ
ডুবেছে রূপের মায়ায়।
আজ এই বেলা দুজনে
বাঁধিব প্রেমের বাঁধনে,
সুখগীতি রচি সখি গো
জীবন বীণায় সাধিব।