বন্ধু তুমি সুখে থাকো
  এই কামনা করি
দুঃখ দিয়ে না'হয় আমি
  আমার ভুবন ভরি।
ফুলগুলো পাক্ তোমার চরণ
    ধন্য হবে তবে
কাঁটাগুলো আমারই থাক্
   আঘাত কিছু দেবে!
তোমার মুখের জ্যোতির মতো
   আলো তোমার হোক
আঁধার আমায় ভালবাসে
   এখানে তার ঝোঁক।
দুঃখগুলো মালা করে
  পড়তে আমি জানি
তোমার মুখে ফুটলে হাসি
  সুখ বলে তাই মানি।


২১/২/২৪ ইং, মো.পুর, ঢাকা।