মুক্তডানা পাখির মতো
উড়তে যদি চাও।
মাটির মায়া ছেড়ে দিয়ে
আকাশ খুঁজে নাও।
মাটি তোমায় শিকল পড়ায়
সোনার হাতে পা'য়
আকাশ তোমায় নিয়ে যাবে
সুদূর শ্যামল গায়।
প্রাণ বাঁচানো পরশ পাথর
দু'হাত ভরে নাও।।
মুক্তডানা পাখির মতো
উড়তে যদি চাও।।
এই এখানে দুঃখ আছে
আছে মায়ার টান
বাইরে দেখো বাঁধনবিহীন
গাইছে পাখি গান।
চার দেয়ালে বন্দী জীবন
ছুঁড়ে ফেলে দাও।।
মুক্তডানা পাখির মতো
উড়তে যদি চাও।।
২৩/৪/২৪ ইং, মো.পুর, ঢাকা।