মৃত্যু যদি সমুখে এসে দাঁড়িয়ে থাকে হঠাৎ
আমি নীরবে তার সঙ্গে সকল সীমা ছাড়াবো
বায়ুর রথে অসীম পথে আবেগহীন ছুটবো
রবে না আর দিনের তাপ শোকে স্তব্ধ এ রাত।
এতো শীঘ্র কেন? শুধাবো না সে কথা একবার
পিছুটানের যত বাঁধন হ্যাঁচকাটানে ছিঁড়বো
দুঃখ-সুখ, প্রেম-প্রণয় সব হিসাব চুকাবো
রবে না আর দেনা-পাওনা, দূরত্ব দুজনার।
২৫/৬/২৪খ্রি. মো.পুর, ঢাকা।