একদিন আসবে, যখন আলো আঁধারের তফাৎ থাকবে না
তীব্র আলোতে চোখের পাতা সংকুচিত হবে না
অন্ধকারে ভয় থাকবে না, থাকবে না পথ হারানোর শঙ্কা
সেদিন কারো কান্না আমাকে বিচলিত করবে না
সুখ দুঃখের অনুভূতি থাকবে না
কে এলো, কি বলল, কি করল তা নিয়ে ভাবনা থাকবে না
কে ক্ষমতাচ্যূত হলো আর কে ক্ষমতা নিলো-
এসব নিয়ে আর চায়ের কাপে ঝড় উঠবে না
রাজপথের মিছিল কিংবা ফেসবুকের উত্তাপ ছড়ানো ভিডিও
এসবের কোনোটাই আর নাড়া দেবে না আমাকে
প্রেমিকার বিশ্বাসঘাতকতা এতটুকু কষ্ট জাগাবে না প্রাণে
একদিন আসবে যখন আপন পরের ভেদাভেদ রবে না
সেদিন মনে কিংবা দেহে কোথাও কোনো বক্রতা থাকবে না
সরলরেখার মত হয়ে নির্জলা নির্জীব দেহটা
ভূমির সমান্তরালে শুয়ে কালের রথে মহাযাত্রায় মত্ত হবে।

১৭/১০/২৪ খ্রি., মো.পুর, ঢাকা
রাত ৩.০১ মিনিট