চল রে মন আপন দেশে
যেথায় সহজ সরল জীবনযাপন
আনন্দে মন সদাই হাসে।।
চল রে মন আপন দেশে....
যেথায় জটিলতায় কুটিলতায়
কাহারও মন নাহি ভরে
যেথায় আপন পরের গন্ডি ভুলে
সবাই মরে সবার তরে
সেই সে দেশে চল রে ভেসে।।
চল রে মন আপন দেশে....
যেথায় মাথার ওপর একই আকাশ
একই বাতাস সবাই যাচে
যেথায় বাঁশির তানে সন্ধ্যা আসে
পাখির গানে সকাল হাসে
চল না মন সেই সুখের দেশে।।
চল রে মন আপন দেশে....