মনে রেখো, আমিও তোমাদের মতো
রক্ত মাংসের একজন মানুষ ছিলাম,
তোমাদের মতই আমার ছিল
দুঃখ সুখের অনুভূতি,
আমারও ছিল স্বপ্ন, ভালবাসা।
সময়ের পরিক্রমায় সবই সমাপ্ত হয়।
আমারও শেষ হয়েছে সব-
কেউ নেই মুখোমুখি বসার, পাশাপাশি হাঁটার।
সময় এখন কালান্তরে মিশে যাবার।
সকলেই কালের প্রবাহে হারায়, হারাতে হয়;
সব নিশ্চিহ্ন হয়, তবু যতদিন পারো
মনে রেখো, মনে রেখো আমিও ছিলাম
তোমাদেরই একজন, অতি ক্ষুদ্র একজন।
১৩/২/২৪ ইং, মো.পুর, ঢাকা।