লোকে তো কত কথাই বলে
জেনে না জেনে, বুঝে না বুঝে
কখনো অবুঝের মতো কখনোবা
চূড়ান্ত নির্বোধের মতো।
কোনোরকম ভাবনা-চিন্তা ছাড়াই
যা মনে হয় মুখে আসে- বলে ফেলে।
এদের সব কথায় কান দিলে কি চলে?
মানুষ হিসেবে কখনো কখনো হয়তো
মন খারাপের মেঘ জমবে মনের আকাশে
মাঝে মাঝে হয়তো দু-একটি প্রতিবাদী শব্দ
অস্ফুটে বেরিয়ে আসতে চাইবে মুখ থেকে
কখনো দুফোঁটা অশ্রুও গড়িয়ে পড়তে পারে
মনের অজান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে।
তবুও যদি এসব এড়িয়ে চলা যায়
কোনো কথা না বলেও যদি অনেক কথার
অবতারণা হয়, তবে মন্দ কি?
আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে
যারা অন্যকে নিয়ে মুখরোচক গল্প বানাতে ওস্তাদ
মানুষের চরিত্রে কালি লাগাতেও এদের বাঁধে না।
বিজ্ঞজনেরা বলেন, এদের থেকে সাবধান!
কিন্তু সত্যি হলো আপনার সাবধানতার ফল শূন্য।
কারণ - এরা ভেবে-চিন্তে কিছু করে না
কারো ভালোমন্দে এরা চিন্তিত নয়
ঘটনার জল কতদূর গড়াবে তাতেও তারা
ভাবিত হয়না। সুতরাং আপনার ভাবনা মিছে।
তার চেয়ে বরং এদের দরুন যা কিছু ঘটে
তাকে পাত্তা না দেওয়াই শ্রেয়,
পাগলের প্রলাপ ভেবে সামনে এগিয়ে চলুন।