তোমার মনের গহীন কোণে
যে সুর বাজে সকাল সাঁঝে
তারে কেন কথার রূপে
বাঁধতে শিখলে না?

যে কথাতে আঁখি তোমার
সদাই হাসে সুখে ভাসে
সেই কথাটি মুখে কেন
বলতে শিখলে না?

যে আবেগে হৃদয় তোমার
যায় গো ছুটে প্রণয় ঘাটে
তারে কেন ফুলের মতো
ফুটতে দিলে না?

কোন্ দ্বিধাতে এমন করে
দুঃখ পুষে পড়ো খসে
গাঁথা প্রেমের মালা হতে,
আমায় বলো না!!

৮/১২/২৩ ইং, মোহাম্মদপুর, ঢাকা