আমি কার কাছে কবো     হৃদয়ের কথা
                আমার পরাণ খুলে?
হায় কে আছে আমার     এ জগতে আর
               বুঝিবে আছি কি হালে?

আমার গোপন কথা         গোপন বেদনা
              রবে কি প্রাণে গোপনে?
পারি কি বহিতে ভার        বিষম ব্যথার
               প্রাণ সখার বিহনে?

দিবস রজনী বাজে        করুণ রাগিণী
               পরাণ সরোদ তারে-
হায় কে ভুলাবে সুর       সেধে মধু সুর
                তার চরণ নূপুরে?