যা রে পাখি উড়ে যা তুই
যেদিক প্রাণে চায়
ক্লান্তি এলে ফিরিস বুকে
থাকবো অপেক্ষায়।।
এ বুক তোর আপন ঘর
জানিস চিরদিন
যখন খুশি আসবি যাবি
থাকবি বাঁধাহীন
সন্ধ্যা হলে চলার পথে
আসিস ফিরে ঘরে
মনের দুয়ার খোলা আছে
পাখি তোরই তরে
রইবো আমি পথে চেয়ে
পাখি তোরই আশায়
তুই যে আমার কত আপন
বলা যায় না ভাষায়।।
তোর বিহনে সময় আমার
যতই কঠিন হোক
তুই এলে যে হারিয়ে যায়
আমার সকল শোক
তোর মুখের ঐ মিষ্টি স্বরে
দু-একখানি কথা
শুনলে পরে জুড়িয়ে যায়
আমার সকল ব্যাথা
তোর-ই মাঝে পরাণ আমার
শান্তি খুঁজে পায়
তোকে ছাড়া এ মন আমার
আর কিছু না চায়।।
২৫/১/২৪ ইং, মোহাম্মদপুর, ঢাকা।