এমন যুদ্ধ কেন হলো,
মা গো যুদ্ধ কেন হলো?
যে ছেলেরা মরল মা গো
কী দোষ তাদের ছিল?
বুকে লেগে বুলেট মা গো
রক্ত কেন দিলো?
কেন এমন পাষাণ মানুষ,
আমাকে তাই বলো।
আমি যদি না ফিরি আর
ঘরের বাহির হয়ে
কেমন তোমার লাগবে বলো
পারবে নিতে সয়ে?
সেই মায়েরা কেমন আছে
যাদের ছেলে মরলো?
মানুষ হয়ে মানুষ মারে
কেমন মানুষ তবে?
মানুষও কি স্বার্থ লাগি
পশুর মত হবে?
কেমন বিচার বলো মা গো
মেয়েরাও মার খেলো?
কে মরল আর কে মারলো মা
দেখো হিসাব কষে
ভাইয়ের বুকে ভাই চালালো
বুলেট অবশেষে
যে হারালো বুকেরই ধন
তার কথা কি ভাবলো?
২৩/৭/২৪ খ্রি. মো.পুর, ঢাকা।