সম্মানিত অধ্যক্ষ দিদির জন্মদিনে --
বারে বারে আসুক ফিরে এমন শুভ তিথি
আনন্দে প্রান উঠবে গেয়ে জন্মদিনের গীতি।
রিক্ত আমি কি দিব হায় তোমায় উপহার
আছে শুধু ভালোবাসা, শ্রদ্ধা জানাবার।
দীপ্ত তুমি দৃপ্ত তোমার কন্ঠ উঠুক বেজে
মুখে হাসি লেগেই থাকুক পুষ্পরূপে সেজে।
প্রতিটি দিন আনন্দময় হয় যেন তাই চাই
শুদ্ধ হাসি দুঃখনাশী প্রাণেই পাবে ঠাঁই।
শুভদিনের সুখো-সঞ্চয় সারাবছর যেন
তোমার প্রাণে লাগায় দোলা, এই কামনা জেনো।
২৯/১১/২৩ ইং, মোহাম্মদপুর, ঢাকা