যদি পরাণ পোড়ে, এসো বন্ধু
এসো তোমার আপন ঠিকানায় ;
তোমার আপন হাতে গড়া মঞ্জিল
আজও তোমারই অপেক্ষায়।
যেমনি দুয়ার খুলে গেছো চলে
তেমনি খোলা আছে, ভোরের আলো
ফুলের সুবাস আজও তেমন আসে
হাসে খেলে, মুখ করে না কালো।
চন্দ্রমল্লিকা অপরাজিতা
আজো ফোটে এ গৃহ বেলকনিতে
তোমার সোনাপাখি আজো ছোটায় বুলি
চেনা নামে, তোমার ফেরার পথে।
১৯/২/২৪ ইং, মো.পুর, ঢাকা।