জাগো জাগো মন রে আমার জাগো এবার
নয়ন মেলো রবির আলো দেখো আবার।।
ছোট প্রাণে ছোট আশা ভালবাসা
ছোট ছোট দুঃখ ব্যথা সুখের আশা
চলছে জীবন এমনি মত এইতো সংসার।।
পিছনে যা গেছে চলে যাক্ না চলে
ভাবনা কেন করো মিছে ধরাতলে
চাও সমুখে, বিফল আশে থেকো না আর।।
শুভকাজে থাক ডুবে যাবৎ জীবন
কবে কখন আসে শমন জানো না মন
মন্দ ছাড়ি ভালোয় রাখো চিত্ত তোমার।।