আর কতকাল রবো দূরে
তোমার হতে সরে সরে
এবার আমায় নাও গো কাছে
সকল বাঁধন ছিন্ন ক'রে।।

এ জগতে মায়ার খেলা
বিনা কাজে যায় যে বেলা
তোমার করে নাও হে মোরে
আর সব দুয়ার বন্ধ ক'রে।।



রচনাকাল: ৪/২/২৩খ্রি.