এ সময় নয় থেমে যাবার
এখন সময় সামনে চলার।।
গ্রহণ যদি লাগে চাঁদে
পানি যদি শুকায় নদে
জীবনের এ গিরিখাদে
যেন টলে না পা তোমার-
এখন সময় সামলে চলার।।
মনের কোণে কিসের আশা?
খড়কুটোয় বাঁধছো বাসা!
ও যে বড় সর্বনাশা--
দূর করো সব অন্ধ বিচার
আলোয় ভরো জগত তোমার।।
খেলছো বসে কেমন খেলা
দিন চলে যায় যায় যে বেলা
দিবাস্বপ্নে ভাসাও ভেলা!
এ তো তোমার ভুল ব্যবহার
এখন সময় শুধরে নেবার।।