জগদীশ্বর ঈশ্বর সে যে--
সহজে যায় কি গো বোঝা!
চর্মচক্ষে তারে দেখা
নয়তো ভারী সোজা।
সে যে থাকে মনের ঘরে
বাহির কভু হয় না যে-
যদিওবা বাইরে আসে
আমি তারে পাই না যে।
মনের ঘরে দেখতে যে চাই
আলোয় সেথা ভরা।
কেমনে সেথা পৌঁছাবো ভাই
পথে আঁধার ঘেরা।
আয়না দেখি আয়না মুছি
আমি জনম ভ'রে!
মুখের ময়লা মুখেই লাগে
থাকি আশার ঘোরে!
ভুল নিশানে হাওয়া লাগাই
আমার আশার পালে!
শুকনো নদে নৌকা চালাই
জল পাই না হালে!
দিন আসে আর দিন চলে যায়
আশার বাতি জ্বেলে
পথের কালো আলো হয় না-
কোন্ সাধনে মেলে?
হায় নিত্য যার আনাগোনা
আমার মনের ঘরে
তার যে আমি নাগাল পাই না
মোহের অন্ধকারে।
দেখব তারে, কাটবে যেদিন
আঁখির অন্ধকার-
সেই বাসনা মনে নিয়ে
করছি জীবন পার।