এই প্রভাতের অঝোর বাদল ধারা
আমার প্রাণের গোপন গহীনে বুঝি দিয়ে গেল নাড়া।
সে যে নিয়ে এলো আমার প্রিয়ার উচ্ছলতার স্মৃতি
সে আলিঙ্গনে বেঁধে মোরে আহা শোনায় সাধের গীতি।
বাঁধনবিহীন প্রবল ধারায় হায়
মনের কিনার ভাসিয়ে কোথায় যায়
পাইনে নাগাল, আহা ছোঁব তারে, আমি মনে শুধু ভাবি
নয়নের পটে স্বপন-তুলিতে তাই আঁকি তার ছবি।
ওগো জেগে ওঠে সুখস্মৃতি মম, অস্ফুটে ফোটে কথা
অধরের পরে বাঁকা চাঁদ জাগে অন্দরে জাগে ব্যাথা
কে যেন দুয়ারে ডেকে হয়রান নাহি মেলে তার সাড়া
বুঁদ হয়ে থাকি প্রাত-বর্ষণে, ঝরিছে নিমেষ-হারা
এই প্রভাতের অঝোর বাদল ধারা
আমার প্রাণের গোপন গহীনে বুঝি দিয়ে গেল নাড়া।