ধরো, হঠাৎ যদি মরে যাই
তুমি কি আমায় মনে রাখবে?
এই ঘর, এই আসবাবপত্র, বিছানা-বালিশ,
বইপত্র, পড়ার টেবিল, কবিতার খাতা,
জামাকাপড়, ডায়েরি, কলম এমনকি মুঠোফোন
এসবে কি লেগে থাকবে আমার শরীরের গন্ধ?
তুমি কি এসব ছুঁয়ে আমার স্পর্শ অনুভব করবে?
তুমি কি আমার ঘ্রাণ নেবে আমার ব্যবহার্য জিনিসপত্র থেকে?
আমার জানতে খুব সাধ হয়,
তুমি কি আমায় মনে রাখবে?
তুমি কি আমায় খুঁজবে আমার লেখা কবিতায়?
আমার লেখায়, চিন্তায়, মননে, স্বপনে,
আমার সুখে, দুঃখে, কল্পনায়, আলাপনে
আমার সমস্ত জুড়ে যেমন তোমায় রাখছি
তুমিও কি তেমন করে রাখবে আমার মৃত্যুর পশ্চাতে?
ধরো, হঠাৎ যদি মরে যাই
তুমি কি আমার জন্য দু'ফোঁটা অশ্রু ঝরাবে?

২৪/৭/২৪ খ্রি. মো.পুর, ঢাকা।