খাই-দাই ভরপেট শুয়ে বসে বাড়ে মেদ
হাই তুলি সাড়াদিন দুটি চোখ ঘুমহীন
মন শুধু কু-ডাক গায় রে!
মাথা করে ঝিনঝিন কথা বলি মিন মিন
চলা ফেরা জোড় নাই মনে কোন সুখ নাই
পেশি ব্যথা আহা রে!
আরো কেউ আছে হায় শুধু দিনভর জল খায়
ভাঁড়ে মা ভবানী গাঁটে আহার কেমনে জোটে
পেটের জ্বালা আর নাহি সয় রে!
না খেয়ে মরে কেউ বাচ্চা-বুড়ো কাঁদে ভেঁউ
কেউ মরে করোনায় ঘরে-বাইরে সংশয়
এখন উপায় কি হবে রে!
আর বুঝি নাহি বাঁচি হাত তুলে ভিক্ষা যাচি
এসো প্রভু দয়াময় দূর করো দুঃসময়
আর নাহি পারি রে!
এইবারে ক্ষমা ক'রে মানবেরে বুকে ধরে
বাঁচাও বাঁচাও স্বামী জগতের পতি তুমি
কৃপা করো এই সংসারে।