বাজছে সানাই ল্যাংরা কানাই
সাজছে বিয়ের সাজ
মাথার ওপর রঙিন টোপর
খাসা কারু-কাজ।
সঙ্গী তাহার কানা বাহার
ঘটক মহারাজ
ছন্দে তালে কথার জালে
সারে নিজের কাজ।
বিয়ের কনে রাঃ না জানে
চুপটি করে রয়
মনে মনে স্বপন বুনে
লাজে মরে হায়।
বিয়ে বাড়ি হঠাৎ ভারী
কনের বাপে কয়
খোঁড়ার সাথে কোনমতে
বিয়ে হবার নয়।
ছেলের বাপে উঠলো ক্ষেপে
খোঁড়া কেন কয়?
বোবা মেয়ে দিচ্ছে বিয়ে
গোপন সেকি রয়?
এমন সময় ঘটক কোথায়
ধরো তাকে আজ
মিথ্যা কথায় জগত ভুলায়
কেমনতরো কাজ!
কানা বাহার বলল এবার
মিথ্যা কিছু নয়
সত্য যাহা বলছি তাহা
সে তো ভোলার নয়।
মেয়ে, ছেলে উভয় মিলে
রাজি কিনা তাই
জানতে এলে গেছি বলে
কোনো বাঁধা নাই
বিয়ের কথায় ছেলে যে ভাই
একটি পায়ে খাঁড়া
কনের তো ভাই জবাবই নাই
আছে ভীষণ তাড়া।
তোমরা জানি জ্ঞানী গুণী
অবুঝ কেহ নাই
এবার তবে বলো সবে
আমার কি দোষ ভাই!
৯/৪/২৪ইং, মো. পুর, ঢাকা।